Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সমাজসেবা বিষয়ক

 

কি সেবা কিভাবে পাবেন

 

ক্র নং

সেবা সমূহ

কিভাবে পাবেন

০১

পল্লী সমাজসেবা কার্যক্রম

 

৫০০০/-টাকা হতে ৩০০০০/- টাকা পর্যন্ত ক্ষুদ্রঋন প্রদান, লক্ষ্য ভুক্তব্যক্তিদের নিজস্ব পুঁজি গঠনের জন্য সঞ্চয় বৃদ্ধি।আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকাভুক্ত পল্লী সমাজসেবা কার্যক্রমের কর্মদলের সদস্য।

নির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতিতে আবেদনের পর ১ মাসের মধ্যে।

 

 

পল্লী মাতৃকেন্দ্র কার্যক্রম

 

জন প্রতি সর্বোচ্চ ৫০০০/- টাকা ক্ষুদ্রঋণ প্রদান।

আর্থ-সামাজিক জরিপের মাধ্যমে সমাজসেবা অধিদফতরের তালিকাভুক্ত পল্লী মাতৃকেন্দ্রের সদস্য।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেনির্ধারিত ফরমে যথাযথ পদ্ধতিতে আবেদনের পর ১ মাসের মধ্যে।

 

 

এসিডদগ্ধ ও প্রতিবন্ধী পুর্নবাসন কার্যক্রম

 

৬ বছরের উর্ধে সকলধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি বয়স্বকভাতা বিংবা সরকার কর্তৃক অন্য যে কোনভাতা পান না, যিনি চাকুরীজীবি কিংবা পেনশনভোগী নন, প্রতিবন্ধী ব্যক্তিযাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪০০০/-টাকার কম

 

বয়স্ক ভাতা

৩০০/- টাকা হারে ।

৬৫ বছর বা তদুর্ধ বয়সী হতদরিদ্র, অসহায়, অক্ষম ও কর্মক্ষমতাহীন পুরুষ ও মহিলা।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেওয়ার্ড কমিটির মাধ্যমে প্রাপ্ত তালিকা , উপজেলা কমিটিসর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহনকরবেন।

 

 

অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা

৩০০/- টাকা হারে ।

৬ বছরের উর্ধে সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি যিনি সরকার কর্তৃক প্রদত্ত অন্য কোন ভাতা পান না, প্রতিবন্ধী ব্যক্তিযাদের বার্ষিক মাথাপিছু পারিবারিক আয় ২৪০০০/-টাকার কম। বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহন।

 

 

বিধবা ও স্বামী পরিত্যাক্তা দু:স্থ মহিলাভাতা

বিধবাও স্বামী পরিত্যাক্তা দু:স্থ মহিলা যিনি বয়স্বকভাতা বিংবা সরকার কর্তৃকঅন্য যে কোন ভাতা পান না, যিনি চাকুরীজীবি, ভিজিডিকার্ডধারী কিংবাপেনশনভোগী নন।বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষেওয়ার্ড কমিটির মাধ্যমে প্রাপ্ত তালিকা , উপজেলা কমিটিসর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহনকরবেন।

 

 

মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা

২০০০/- টাকা হারে ।

* মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী।

* জাতীয়ভাবে প্রকাশিত ৪ তালিকার কমপক্ষে ২ তালিকায় নাম/ গেজেটে নাম থাকতেহবে/ মন্ত্রনালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র থাকতে হবে।

বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৬ মাসের মধ্যে নতুন ভাতাভোগী নির্বাচনসহ ভাতা বিতরণের ব্যবস্থা গ্রহন।

 

 

প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি

সরকার কর্তৃক অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ৫ বছর বয়সের উর্ধেরদরিদ্রপ্রতিবন্ধী ছাত্র-ছাত্রী।বরাদ্দপ্রাপ্তি সাপেক্ষে সর্বোচ্চ ৩ মাসের মধ্যে নতুন উপবৃত্তি গ্রহণকারীনির্বাচনসহ উপবৃত্তি বিতরণ,শিক্ষাকালীন সময়েনিয়মিতউত্তীর্ণ হতে হবে।

 

 

বেসরকারী এতিমখানার ক্যাপিটেশন গ্র্যান্ট প্রদান

১৮বছরবয়স পর্যন্তএতিম শিশুদের প্রতিপালন স্নেহ ভালবাসা ও আদর-যত্নের সাথে লালনপালন আনুষ্ঠানিক শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষন প্রদান শারিরিক বুদ্ধিবৃত্তিক ও মানবিক উৎকর্ষতা সাধন পুনর্বাসন ও স্বনির্ভরতা অর্জনের লক্ষেতাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাবেসরকারি এতিমখানা ৫-৯বছর বয়সী এতিম অর্থাৎপিতৃহীন বা পিতৃমাতৃহীন দরিদ্র শিশুর শতকরা ৫০ ভাগ শিশু।

 

স্বেচ্ছাসেবী সংগঠন সমূহেরনিবন্ধনওসমাজকল্যাণ পরিষদের মাধ্যমে নিবন্ধনপ্রাপ্ত সংস্থাসমূহে অনুদান প্রদানে সহায়তা

নিবন্ধনপ্রাপ্ত স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের জন্য সর্বনিম্ন ১০,০০০/- টাকা সাধারণঅনুদান, প্রতিষ্ঠান/সংগঠন/সংস্থা/দু:স্থ ব্যক্তিদের বিশেষ সর্বোচ্চ২৫,০০০/-টাকা অনুদান, আকস্মিকদুর্ঘটনা বা প্রাকৃতিক দূর্যোগের  জন্য জনপ্রতি সর্বোচ্চ ১০০০/-টাকাজাতীয় সমাজকল্যাণ পরিষদে আবেদনের মাধ্যমে উপরোক্ত অর্থ পেতে পারেণ।