Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চর হরিরামপুর ইউনিয়ন

১নং চরহরিরামপুর ইউনিয়নের তথ্য নিম্নে দেওয়া হইলঃ

ক) নাম– ১নং চরহরিরামপুর ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন– ৩৮.৮৫ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা– ২০,৪৪৫ জন (প্রায়) (২০০১সালের আদমশুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা– ১৩টি।

ঙ) মৌজার সংখ্যা– ০৪টি।

চ) হাট/বাজার সংখ্যা- ২টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম– সিএনজি/রিক্সা/বাস/অটো টেম্পু, ট্রলার, ঘোড়ার গাড়ী, মটর সাইকেল।

জ) সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৮টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০২টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

   নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০২ টি।

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান- মোঃ জাহাঙ্গীর কবির।

ঞ) ঐতিহাসিক/পর্যটনস্থান– ১টি। ট)

ঢ) গ্রামসমূহেরনাম–

১) ইকরাম মাতুব্বরের ডাঙ্গী

২) হাজার বিঘা

৩) চর শালেপুর পশ্চিম

৪) চর শালেপুর পূর্ব

৫) শালেপুর পশ্চিম

৬) শালেপুর মধ্য

৭) শালেপুর পূর্ব

৮) আমিনখার ডাঙ্গী

৯) ছমির বেপারীর ডাঙ্গী

১০) ইন্তাজমোল্যা ডাঙ্গী

১১) বিশাই মাতুব্বরের ডাঙ্গী

১২) আরোজখার ডাঙ্গী

১৩) ছবুল্যা শিকদারের ডাঙ্গী

ণ) ইউনিয়ন পরিষদ জনবল–

               ১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩ জন।

               ২) ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা– ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ১০ জন।